Friday, October 26, 2018

মধুখালীর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিতশাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ২৬ অক্টোবর শুক্রবার : বৃহস্পতিবার বিকালে ও সন্ধায় পৃথক স্থানে মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়ন আওয়ামী লীগের ৬, ৭ এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা খোদাবাসপুর মাদ্রাসা ও কাটাখালী ধানের চাতালে অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর শনিবার মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানের বিশাল নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিত সভায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, সদস্য মো. মানিক শরীফ, কোরকদী ইউনিয়ন আও‘লীগের সভাপতি মো. আজিজুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. ওসমান মোল্যা, রায়পুর ইউপি আ‘লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান হেলাল, ইউনিয়ন আ‘লীগের সহিদুল ইসলাম মন্টু মাস্টার, মোফাজ্জল হোসেন, অলোক চক্রবর্তী, ওয়ার্ড আওয়ামী লীগের ওহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, কাজি ইউসুফ আলী, আব্দুল কাদের সেখ, সাহেব আলী সেখ, ছাত্রলীগের জিল্লুর রহমান, সভায় নেতৃবৃন্দ আজ শনিবারের বিশাল জনসভা সফর করার লক্ষ্যে ব্যাপক নেতা কর্মী উপস্থিতি নিশ্চিত করেছেন।
উল্লেখ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একই ভাকে বর্ধিত সভার মাধ্যমে জনসভাকে জনসমুদ্রে পরিনত করার লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশি বর্তমান এমপির পক্ষে এ জনসভা অনুষ্ঠিত হবে।