Monday, October 22, 2018

আখ রোপন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে মধুখালীতে আখচাষী সমাবেশ


শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি ২২ অক্টোবর সোমবার ঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। আখ রোপন এবং ফলন বৃদ্ধি ও আখ তছরূপ পতিরোধ কমিটি গঠন   উপলক্ষ্যে মিলস গেট  কেন্দ্রের ৮ ও৯ নং ইউনিটে  আখ চাষী  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমাবর সকাল সাড়ে ১০টায় ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আখচাষী মোঃ মোতালেব হোসেন ফকিরের সভাপতিত্বে ও মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় আখচাষী সমাবেশে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোৎ আকমল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুল লতিফ,আখচাষী মোঃ আবুল  কাশেম প্রামানিক, হাজী জাহিদুল ইসলাম জিন্নাহ, মওনানা মোঃ হাবিবুর রহমান ও এ এস আই সালাউদ্দিন,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সফিকুল  ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
 সমাবেশে উপস্থিত ছিলেন চিনিকলের ডিজিএম (সম্প্রঃ) তপন কুমার মজুমদার, ডিজিএম (সিজি)রফিকুল ইসলাম, ডিজিএম (সম্প্রঃ)আনিসউজ্জামান,এস এসিডিও  মাসুদুর রহমান,সিডিএ  মুনিরুজ্জামান ও সিডিএ তাসলিমা  ইয়াসমিনসহ ৮/৯ ইউনিটের সন্মানিত  আখচাষীগন।
বক্তাগন আখচাষ ও ফলন বৃদ্ধি কি ভাবে  করা যায় তার উপর বক্তব্য ও পরামর্শ দেন।