Wednesday, October 31, 2018

মধুখালীতে বীজ ও সার বিতরণ


মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষি প্রণোদনার আওতায় ২০১৮-২০১৯ সনে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বিজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে পরিষদ চত্তরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্যা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র মন্ডল,সহকারী উপপরিচালক মো. নুরুল হক প্রমুখ। মোট ১ হাজার ৪০ জন প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টা, সরিষা, চিনাবাদাম, বিটি বেগুন, খেসারী, বোরো ধান গ্রীষ্ম কালীন মূগ, গ্রীষ্ম কালীন তিলের বীজ ও এমওপি, ডিএপি ও ইউরিয়া সার বিতরণ করা হয়।