Monday, October 29, 2018

মধুখালীতে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ


শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ২৯ অক্টোবর সোমবার ঃ সোমবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এর আয়োজনে কলেজ মিলনায়তনে মাদকবিরোধী ছাত্র,শিক্ষক,অভিভাবক ও সুধিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আবুল কাশেম দুলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল বাসার, আব্দুর রহমান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. ইসাহাক হোসেন প্রমুখ। বক্তারা সকলকে মাদক থেকে দুরে থাকার আহবান জানান।