Monday, October 22, 2018

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে


সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। গত ১৬ অক্টোবর মঙ্গলবার থেকে ১৯ অক্টোবর শুক্রবার পর্যন্ত সৌদি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকের পর প্রতিরক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়।
এছাড়া সৌদি সফরকালে ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সদ্য নির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করেন। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী মহানবীর (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। ওই দিন রাতে তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।
প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর দেশে ফেরেন।