Tuesday, October 23, 2018

কালুখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিংশহিদুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে উদ্বদ্ধকরণ ও সম্পৃক্তকরণ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কালুখালীর রতনদিয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তন কক্ষে জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিং এর আয়োজন করে।
প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার মু. মনিরুল ইসলাম। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সাংবাদিদের কাছে তুলে ধরেন। পরে সাংবাদিকরা এ সম্পর্কে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। প্রেস ব্রিফিং এ বিশেষ অতিথি হিসেবে রতরদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় চক্রবর্তী সম্ভু, সিনিয়র সাংবাদিক উরমান মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও দুপুরে সরকারের সাফল্য ও উন্নয়নের ভাবনা নিয়ে আলোচনা সভা ও  চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি খন্দকার আনিছুল হক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা তথ্য অফিসার মু. মনিরুল ইসলাম, রতরদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় চক্রবর্তী সম্ভু প্রমুখ বক্তব্য রাখেন।