Thursday, October 11, 2018

পাংশার হাবাসপুর -বাহাদুরপুর ইউপির জেলেদের মধ্যে ভিজিএফ’র চাউল বিতরন করলেন জেলা প্রশাসকমাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী বুধবার বিকালে পাংশা উপজেলার ২টি ইউনিয়নে মা ইলিশ রক্ষায় সচেতনতা মূলক সভা ও জেলেদের মধ্যে ২০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন করেছেন। বিকাল সাড়ে ৪ টায় উপজেলার হাবাসপুর ইউনিয়ন প্রাঙ্গনে ২৫৩ জন জেলের মধ্যে এ চাউল বিতরন করেন পরে বাহাদুরপুর ইউনিয়নের ২২৯ জন জেলের মধ্যে ২০ করে ভিজিএফ’র চাউল বিতরন করেন। এসময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান,পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম,বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।