Thursday, November 1, 2018

কেকেএস সমৃদ্ধি কর্মসূচি খানখানাপুর কর্তৃক জাতীয় যুব দিবস-২০১৮ পালিত
অদ্য ১ নভেম্বর, ২০১৮ইং বৃহস্পতিবার কেকেএস সমৃদ্ধি কর্মসূচি খানখানাপুর শাখার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) এর সহযোগিতায় খানখানাপুর ইউনিয়ন পরিষদে জাতীয় যুব দিবস ২০১৮ উদযাপিত হয়। এবারের যুব দিবেসের প্রতিপাদ্য বিষয় হল ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ । ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুব সদস্য, সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষকগণ এবং স্বাস্থ্যপরিদর্শকদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে দেয়াল পত্রিকা প্রকাশ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিতে আরো অংশগ্রহন করেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব রেজাউল করিম লাল, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, নাজিমউদ্দিন মোল্লা, নাজিমউদ্দিন মিয়া, কর্মসূচির সমন্বয়কারী মো: মোজাফ্ফর হোসেন, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারগণসহ ইউনিয়নের আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ। র‌্যালিটি খানখানাপুর ইউনিয়ন হতে শুরু হয়ে বাজার  প্রদক্ষিণ করে রেলস্টেশনে ফিরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দিবস উদযাপনের কার্যক্রমের সমাপ্তি হয়।