Thursday, November 29, 2018

বালিয়াকান্দিতে পুলিশী অভিযানে গাঁজাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার


বালিয়াকান্দি প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রামদিয়া ব্রীজ ঘাট এলাকার শহীদ জিয়া ক্লাবের সামনে থেকে বুধবার সন্ধ্যায় গাঁজাসহ এক বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, মোঃ বিল্লাল মোল্যা ওরফে বিলা মেম্বার (৬০)। তার পিতার নাম, মৃত রিয়াজ উদ্দিন মোল্যা। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, থানার এস,আই নুর মোহাম্মদ, এ,এস,আই রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রামদিয়া ব্রীজ ঘাট এলাকার শহীদ জিয়া ক্লাবের সামনে থেকে মোঃ বিল্লাল মোল্যা ওরফে বিলা মেম্বার (৬০) কে গ্রেফতার করে। এব্যাপারে এ,এস,আই রিপন খন্দকার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।