Tuesday, November 27, 2018

“কেকেএস নবীন-প্রবীণ উৎসব-২০১৮ ”প্রেস রিলিস

২৭ নভেম্বর ২০১৮ দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর সাংস্কৃতিক ক্রীড়া কর্মসূচির আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর অর্থায়নে কেকেএস প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় দিনব্যাপী নবীন-প্রবীণ উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়।সকাল ১০টায়  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কেকেএস এর নির্বাহী পরিচালক রাজবাড়ী জেলার আলোকিত মানুষ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। ক্যারাম,লুডু,দড়িখেলা ও বিকেলে হাডুডু, নবীন-প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচ, এতে নবীন দল ৬গোল ও প্রবীণ দল ৭ গোল করে। উক্ত খেলায় প্রবীণ দল ১ গোলে জয়ী হয়। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় প্রবীণ দলের সরাফুদ্দিন (৬৫)।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ,মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল খালেক সরদার,সহ-সভাপতি,উপজেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়নের প্রবীণ, কমিটির সভাপতি আব্দুল মান্নান সরদার। এছাড়াও কেকেএস এর প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন শাখা, কর্মসূচি ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মন্জুরুল আলম,কর্মসূচি কর্মকর্তা,কেকেএস প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি (দৌলতদিয়া)। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মোঃ নাসির উদ্দিন,কর্মসূচি কর্মকর্তা,কেকেএস প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি (খানখানাপুর)। কর্মসূচি কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।