Monday, November 5, 2018

কালুখালীতে কুষ্টিয়ার ফেনসিডিল ব্যবসায়ী ধৃতসাহিদা পারভীন, কালুখালী প্রতিনিধি : রোববার রাজবাড়ীর কালুখালী উপজেলার চর চিলকা থেকে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় ১ নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম এ্যামিলি ওরফে লাভলী (৩৪)। সে কুষ্টিয়া বল্লভপুর (বাবুপাড়া) এলকার মৃত মঞ্জু শেখের স্ত্রী। জানাগেছে, সে কুষ্টিয়ার তালিকাভূক্ত ফেনসিডিল ব্যবসায়ী।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে পদ্মাগড়াই বাসে দৌলতদিয়া যাচ্ছিল। এ সংবাদ জানার পর পাংশা হাইওয়ে থানার  ওসি রবিউল ইসলাম, এ.এস.আই আজিজ ও সঙ্গীয় ফোর্স কং ইব্রাহিমকে সাথে নিয়ে বাসটিতে তল্লাশি করে। এসময় ৮ নম্বর সিটে বসে থাকা এ্যামিলি ওরফে লাভলী দেহ তল্লাশী করে শরীরে বেঁধে রাখা ১৭ বোতল ফেনসিডিল দেখতে পায় পুলিশ। পুলিশ তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে পাংশা হাইওয়ে থানায় নিয়ে আসে। এব্যাপারে সোমবার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
এ্যামিলি ওরফে লাভলী জানায়, আমি আগে একাজ করিনি। এবারই প্রথম ফেনসিডিল পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পরি।