রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী-১ আসনের চার চার বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, উন্নয়ন অব্যহত রাখতেই রাজবাড়ীর মানুষ নৌকায় ভোট দিবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে রাজবাড়ীকে একটি ডিজিটাল রাজবাড়ী হিসেবে গড়ে তোলা হবে। সেই সাথে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করা হবে দৌলতদিয়া পাটুরিয়ায়। দেশে যে উন্নয়ন হয়েছে বিশ্ব আজ অনেকাংশে বাংলাদেশকে অনুসরন করে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী বাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চান কাজী কেরামত আলী।
এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মুল্যায় ন করেছে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে রাজবাড়ীতে একটি ভোট বিপ্লব হবে। রাজবাড়ীবাসি বিপুল ভোটে নৌকার প্রার্থী কাজী কেরামত আলীকে জয়ী করবে।
বুধবার দুপুরে রাজবাড়ী-১ আসনের সং সদ সদস্য কাজী কেরামত আলীর মনোনয়ন পত্র জমা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
এ সময় রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী, রাজবাড়ী-১ আসনের চার চার বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর এ কমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতিসহ জেলা আওয়ামী লীগের সিনিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।