Thursday, November 1, 2018

রাজবাড়ী‌তে ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে ফায়ার সা‌র্ভিস পাস‌পোর্ট অ‌ফিস ও ২১টি ইউ‌পির ইন্টার‌নেট কা‌নে‌ক্টি‌ভি‌টির উদ্বোধনরাজবাড়ী প্রতি‌নি‌ধি ঃ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে রাজবাড়ী জেলা ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশন এবং গোয়াল‌ন্দে অাঞ্চ‌লিক পাস‌পোর্ট অ‌ফিস ও ২১ টি ইউ‌নিয়‌নের উচ্চগ‌তির ইন্টার‌নেট কা‌নেক্টি‌ভি‌টির উ‌দ্বোধন ঘোষনা ক‌রেছেন।

বৃহস্প‌তিবার সকাল সোয়া ১১টার দি‌কে রাজবাড়ী জেলা প্রশাস‌কের সম্মেলন ক‌ক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য  ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিভা‌গের তত্তাবধায়‌নে ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে প্রধানমন্ত্রীর উ‌দ্বোধনী অনুষ্ঠান উপ‌ভোগ করা হয়।

এ‌তে উপ‌স্থিত ছি‌লেন, শিক্ষা প্র‌তিমন্ত্রী ও রাজবাড়ী ১ অাস‌নের এম‌পি কাজী কেরামত অালী এম‌পি, সংর‌ক্ষিত ম‌হিলা অাস‌নের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত অালী, সি‌ভিল সার্জন ডাঃ মোঃ র‌হিম বকস, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাই‌সি‌টি) অালমগীর হুসাইন, পৌর মেয়র মহম্মদ অালী চৌধুরী, রাজবাড়ী ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স বিভা‌গের উপ-সহকারী প‌রিচাল মোঃ শওকত অালী জোয়ার্দার,  গোয়ালন্দ উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান এ‌বিএম নুরুল ইসলাম প্রমুখ।

ভি‌ডিও কনফা‌ন্সের মাধ্য‌মে বি‌ভিন্ন প্রক‌ল্পের ভি‌ত্তি প্রস্তর স্থাপন ও  উ‌দ্বোধনী অনুষ্ঠান শে‌ষে জেলা প্রশাস‌কের অাম্রকানন চত্বর থে‌কে এক‌টি অানন্দ শোভাযাত্রা বের হয়।

এ সময় শোভাযাত্রা‌টি জেলা প্রশাস‌ক কার্যাল‌য়ের চত্বর প্রদ‌ক্ষিণ ক‌রে।