Wednesday, November 28, 2018

৫ম বারের মত নৌকার মনোনয়ন পাওয়ায় এমপি জিল্লুল হাকিমকে নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত


মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের চুরান্ত মনোনয়ন পাওয়ায় প্রতিনিয়ত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে চলছেন।  ৫ম বারের মতো এই নেতা নৌকার মাঝি হয়েছেন। ইতি পূর্বে ইতি পূর্বে ১৯৯৬ ,২০০১,২০০৮,২০১৪ সালে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়ে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালের নির্বাচনে মনোনয় পেয়ে টানা ৫ বার তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান। স্থানীয় একাধীক নেতা কর্মী বলেন টানা ৫ বার দলের মনোনয়ন পাওয়া নেতা সকল নেতার কপালে হয় না আমাদের নেতা আমাদের বৃহত্তর ফরিদপুর জেলার মধ্যে অন্যতম এক নেতা যিনি জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত ¯েœহধন্য। এদিকে মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রতিনিয়ত এমপি জিল্লুল হাকিমের বাসভবেন নেতা কর্মীরা সাক্ষাত করতে আসছেন সাথে রয়েছে পুস্প। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে রাজবাড়ী-২ পাংশা,কালুখালী,বালিয়াকান্দি উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা কর্মীরা পূনরায় জিল্লুল হাকিম এমপিকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এদিকে পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু শুভেচ্ছা জানিয়েছেন একই সাথে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল,হাবাসপুর ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক বিশ্বাসসহ নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ মোঃ জিল্লুল হাকিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।