Wednesday, December 5, 2018

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নিজের বিদ্যালয়ের সীল দিয়ে বিধি ভঙ্গ করলেন প্রধান শিক্ষক শরীফুল হুদা সাগর


পাংশা প্রতিনিধি ॥ সদ্য শেষ হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলা শিক্ষা অফিস কর্তৃক পরীক্ষার খাতা ও লুস পেপারে সীল দেওয়ার নির্দেশনা থাকলেও সে বিধি ভঙ্গ করে নিজের বিদ্যালয়ের সিল ব্যবহার করে বিধি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে উপজেলার শরিসা প্রেমটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম শরীফুল হুদা সাগরের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে খাতা মূল্যায়ন করতে আসা একাধীক শিক্ষক জানান নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়তি সুবিধা পাইয়ে দিতে প্রধান শিক্ষক সাগর এ কাজ করেছে আমরা খাতা মূল্যায়ন করতে গিয়ে বিষয়টি দেখেছি। এ ব্যাপারে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন বলেন আমরা নির্দেশনা দিয়েছি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিল ছাড়া কোন খাতা বা লুস পেপার দেওয়া যাবে না যদি কেউ এটা করে থাকে তা হলে অবশ্যই অন্যায় করেছে এরুপ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক এ.কে.এম শরীফুল হুদা সাগর বলেন এটা আমার ভূল হয়েছে আমি অসুস্থ থাকায় বিদ্যালয়ের পিওন ভুল করে এ কাজটি করে ফেলেছে।