Thursday, December 6, 2018

গোয়ালন্দে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ বজার প্রধান সড়কে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৮ তম ‘এজেন্ট ব্যাংকিং শাখা’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
এ উপলক্ষে ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনের প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়াম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, বেবী ফাম্মেসীর স্বত্তাধিকারী ও শাখা পরিচালক আলাউদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ছিদ্দিক মিয়া প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।