Monday, January 28, 2019

ভাল পড়া লেখার পাশাপাশি মাদক ও বাল্য বিবাহ থেকে দুরে থাকতে হবে - মোঃ জিল্লুল হাকিম এমপি

মাসুদ রেজা শিশির ॥
ভাল মানুষ হতে হলে মনোযোগ সহকারে অধ্যায়ন করতে হবে প্রতিদিনই পড়ালেখা করতে হবে আমাদের সমাজে ভাল মানুষ গুলো মাদক গ্রহণ করে না আমাদের সকলকেই মাদক ও বাল্য বিবাহ থেকে দুরে থাকতে হবে। সংবর্ধনা অনুষ্ঠান না করে ওই টাকা বিদ্যালয়ের জন্য খরচ করুন তাহালে বিদ্যালয়ের মান বৃদ্ধি হবে। আমি নির্বাচনের আগে কথা দিয়েছিলাম এখানে ভবন হবে একই সাথে বিদ্যালয় সংস্কার করার জন্য অর্থ প্রদান করা হবে আমি আমার কথা রেখেছি এখন শিক্ষার্থীরা ভাল ফলাফল করে বিদ্যালয়ের সুনাম করতে হবে।
সোমবার পাংশা পাইলট বালিকা বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়া সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীীর শিক্ষার্থীদের বরণ ও ২০১৯ সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সহধর্মীনী মিসেস সাঈদা হাকিম,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার,অধ্যাপক আব্দুল ওয়াহাব,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস প্রমুখ। এ সময় পাংশা থানার ইন্সেপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমান ,পাংশা আইডিয়াল গার্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,প্যানেল মেয়র লাবলু বিশ্বাস,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন,বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।