Saturday, January 26, 2019

শে‌রে বাংলা বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উৎস‌বের শুরু


রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি ঃ রাজবাড়ী জেলা শহ‌রের শে‌রে বাংলা বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের দুই দিনব্যাপী বা‌র্ষিক ক্রীড়া উৎস‌বের উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়েছে।
শ‌নিবার সকাল ১০টার দি‌কে বিদ্যালয় প্রাঙ্গ‌নে জাতীয় ও ক্রীড়া প্রতি‌যোগীতা উ‌ত্তোলন এবং শা‌ন্তির প্রতীক পায়ড়া উ‌ড়ি‌য়ে ক্রীড়া উৎস‌বের উ‌দ্বোধন করেন অ‌তি‌থিরা।
এ সময় মশাল প্রজ্জন করা হয়।
এতে বিদ্যালয় পরিচালনা পর্ষ‌দের সভাপ‌তি ও সংর‌ক্ষিত ম‌হিলা অাস‌নের সংসদ সদস্য কামরুন নাহান চৌধুরী লাভলীর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ অাস‌নের সংসদ সদস্য ও সা‌বেক শিক্ষা প্র‌তিমন্ত্রী কাজী কেরামত অালী।
স্বগত বক্তব্য রা‌খেন, বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ক‌রিম।
‌বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, পু‌লিশ সুপার অাসমা সি‌দ্দিকা মি‌লি, পৌর মেয়র মহম্মদ অালী চৌধুরী, জেলা অাওয়ামীলীলী‌গের সহ-সভাপ‌তি হেদায়েত অালী সোহবার, বিদ্যালয় প‌রিচালনা পর্ষ‌দের সা‌বেক সভাপ‌তি অাব্দুর র‌হিম মোল্লা প্রমুখ।
এছাড়া সদর থানার ও‌সি স্বপন কুমার মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছি‌লেন।
উৎস‌বের অনুষ্ঠান শে‌ষে বি‌ভিন্ন ই‌ভে‌ন্টের প্র‌তি‌যো‌গিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।