Monday, January 28, 2019

বালিয়াকান্দিতে বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি শীর্ষক সেমিনার


সোহেল রানা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি শীর্ষক সেমিনার সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধায়নে ও পৃষ্টপোষকতায় এ সেমিনার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য অফিসার (অ.দ.) রবিউল হক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্যা প্রমুখ। এ সেমিনারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।