Tuesday, January 22, 2019

আলোর ফেরিওয়ালা ফরিদপুরে বিড়ম্বনা ছাড়াই ৫ মিনিটে নতুন সংযোগশাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২২ জানুয়ারী  মঙ্গলবার ঃ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বোয়ালমারী জোনাল অফিসের উদ্যোগে শহর ও গ্রামঞ্চলে ভ্যান যোগে শুরু হয়েছে আলোর ফেরিওয়ালা নামে ৫ মিনিটে  নতুন বিদ্যুৎ সংযোগ কার্যক্রম।
ভ্যানগাড়ীতে থাকছে বিদ্যুতের মিটার, তারসহ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সকল সরঞ্জাম। গ্রাহক বিদ্যুৎ সংযোগ চাইলে তাৎক্ষনিক সব প্রক্রিয়া শেষ করে মাত্র ৫ মিনিটেই পাচ্ছেন নতুন বিদ্যুৎ সংযোগ।
বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সানোয়ার হোসেন রোববার সকালে ভ্যানে বিদ্যুৎ সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। হয়রানি, ভোগান্তি ও বাড়তি অর্থ খরচ ছাড়াই গ্রাহকেরা এ  সংযোগ পাচ্ছেন। ওইদিন বোয়ালমারী জোনাল অফিসের অধীনে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ২টি ভ্যান যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। 
অফিস সুত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলায় ১টি ভ্যান ও আলফাডাঙ্গা উপজেলায় ১টি ভ্যান দিয়ে আলোর ফেরিওয়ালা নামে শুরু হয়েছে এ কার্যক্রম। প্রত্যেক ভানের সাথে একজন এজিএম (কম), একজন পরিদর্শক, দুইজন লাইনম্যান ও ওয়্যারিংম্যান রয়েছে। বোয়ালমারী বাজার, গুনবহা তালতলা, কামারগ্রাম, ছোলনা গ্রামে ১০ জন গ্রাহক ও আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা, মিঠাপুর ও ইছাপাশায় ১০ জন গ্রাহক প্রথম দিন নতুন বিদ্যুৎ সংযোগ পেলেন।
নতুন গ্রাহক গুনবহা গ্রামের আকরাম শেখের স্ত্রী দিনমজুর আমেনা বেগম বলেন, এত কম সময়ে বিদ্যুতের লাইন পাওয়া ছিল কল্পনার অতীত। বর্তমান হাসিনা সরকারের এমন কাজে আমরা খুশি।
এ ব্যাপারে বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সানোয়ার হোসেন বলেন, আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ বিহীন এলাকা ও বাড়ি ঘরে স্বল্পসময়ে বিদ্যুৎ পৌছানো আমাদের অঙ্গিকার। সরকারের সবার জন্য বিদ্যুৎ কর্মসূচীর আওতায় হয়রানি ও বিড়ম্বনা ছাড়া আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।