Tuesday, January 22, 2019

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ॥ আহত ২


মাসুদ রেজা শিশির ॥ 
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ইট ভাঙাগাড়ী উল্টে আশিক প্রামানিক নামে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। ।

নিহত আশিক (১৮) প্রামানিক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মকছেদপুর গ্রামের শফিক প্রামানিকের ছেলে। আহতরা হলেন হৃদয় ও সাগর। তারা একই উপজেলার মালিগ্রামের ওমর ফারুকের পুত্র।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের মাছপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তারা ইট ভাঙ্গার গাড়ী যোগে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক দিয়ে পাংশায় আসার পথে মাছপাড়া বাসষ্ঠান্ডে একটি ভ্যানের সাথে ধাক্কা দিলে ভ্যানটি দুমরে মুচরে যায় এবং ইট ভাঙ্গার গাড়ীর স্কেল ভেঙ্গে গাড়ীটি উল্টে গেলে আশিক প্রামানিক ঘটনা স্থলেই নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় হৃদয় ও সাগরকে পাংশা হাসপাতলে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার অফিসা ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান। সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ এবং পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। নিহতের লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি।