Thursday, January 24, 2019

প্রায় ৮ বছর পর মধুখালীর নওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণাশাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর)  প্রতিনিধি ২৪ জানুয়ারী বৃহস্পতিবার: ফরিদপুরের মধুখালী উপজেলার ৩নং নওপাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
গতকাল বৃহস্পতিবার মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলাম নির্বাচন ঘোষণার বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী উপজেলার ৩নং নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল ৩১ জানুয়ারী, মনোনয়ন বাছাই ৩রা ফেব্রুয়ারি, মনোনয় পত্র প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্ধ আগামী ১১ ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
উল্লেখ নওপাড়া ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫‘শ ৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৪৫ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ২২৪জন। ৯টি ওয়ার্ডে মোট ৫৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  প্রায় ৮ বছর পর নওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে ।