Monday, January 28, 2019

পতœীতলায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিতপরেশ টুডু, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য কমিশন ঢাকার উপ-পরিচালক একেএম তারিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, সমাজ সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা উম্মে হানী কাজল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ইউনিয়ন পরিষদের সচিব, এনজিও প্রতিনিধি, সূধীজন প্রমূখ।