Wednesday, January 30, 2019

বালিয়াকান্দিতে এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের মতবিনিময়


সোহেল রানা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে আগামী ২ ফেব্রয়ারী এস,এস,সি, দাখিল ও ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষাকে সামনে রেখে কক্ষ পরিদর্শকদের মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফাহমিদুল হাসান মিয়াদ, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুস সালাম, মাদ্রাসার কেন্দ্র সচিব ও তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মুরাদুল ইসলাম, বহরপুরের কেন্দ্র সচিব ও বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ প্রমুখ। এসময় উপস্থিত কক্ষ পরিদর্শকদের পরীক্ষা সুষ্টু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত করার লক্ষে সবাইকে সজাগ থাকার আহবান জানান।