Wednesday, January 30, 2019

বেড়াতে এসে নিখোঁজ কাশেম

রাজবাড়ী প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার মধুখালী থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে এক আতœীয়ের বাড়িতে বেরাতে এসে নিখোজ হয়েছে কাশেম শেখ নামে এক যুবক।

এ ঘটনায় বুধবার সকালে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি জিডি দায়ের করেছে ছেলেটির মা বিনা বেগম।
জিডির সুত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারী একটি বাইসাইকেল নিয়ে মধুখালী থেকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে বেরাতে আসে এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না।
নিখোজ কাশেমে সন্ধ্যান চেয়ে তার মা দাবী জানিয়েছেন ছেলেটিকে কোথাও দেখা গেলে নিকটস্থ্য খবর দেওয়ার জন্য।