Tuesday, January 22, 2019

বালিয়াকান্দি বাজারে কাপড়ের দোকানে চুরি


বালিয়াকান্দি(রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে সোমবার রাতে কাপড়ের দোকানের ঝাপের সিটকানী খুলে চুরি হয়েছে।
ফ্যাশান প্লাজার মালিক ফকরুল ইসলাম জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখতে পাই ঝাপের সিটকানী খোলা। ভিতরে থাকা মালামাল এলোমেলো ভাবে রয়েছে। চোরেরা ভিতরে ঢুকে দামী কাপড়সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।